বিজেপি র সর্বভারতীয় সভাপতির কনভয়ে হামলার অভিযোগে পথ অবরোধে বিজেপি কর্মীরা

10th December 2020 8:36 pm বাঁকুড়া
বিজেপি র সর্বভারতীয় সভাপতির কনভয়ে হামলার অভিযোগে পথ অবরোধে বিজেপি কর্মীরা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  জে পি নাড্ডার ও দিলীপ ঘোষ, কৈলাশ বিজয় বর্গির সহ অন্যান্য বিজেপি কর্মীদের উপর হামলার ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে বাঁকুড়া গোবিন্দনগর বাসস্ট্যান্ড ও সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল গুরুত্বপূর্ণ রাস্তা , জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের পিরোলগাড়ি মোড়ে , ঝারগ্রাম ন নম্বর রাজ্য সড়ক , বিষ্ণুপুর রসিকগঞ্জ বাস স্ট্যান্ডের ব্যস্ততম রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা ।  এদিন দীর্ঘক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা । বাঁকুড়ায় বিজেপি কর্মীদের সাথে এই অবরোধে উপস্থিত ছিলেন বাঁকুড়া বিজেপির জেলা সহ সভাপতি নিলাদ্রী শেখর দানা । বিষ্ণুপুরের রাস্তা অবরোধ করেন বিষ্ণুপুর নগর মন্ডল , ঝাড়গ্রামে পথ অবরোধ করেন বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র ।  অবিলম্বে এই ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি জানিয়েছেন অবরোধকারীরা ।

 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।